হাওড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু এক যুবকের।
রাতে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোড হোমিওপ্যাথিক কলেজের সামনে রাস্তা পেরোতে গিয়ে বালি বোঝাই লরির ধাক্কায় মৃত্যু অজ্ঞাত পরিচয় এক যুবকের। ঘটনাস্থল থেকে চম্পট দেয় বালিবোঝাই লরিটি।মর্মান্তিক এই দুর্ঘটনার ফলে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। হাওড়া চাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় যুবকের।