হাওড়ায় পালিত হল বনমহোৎসব।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃক্ষ রোপণের উপর জোর দিয়েছেন।রাজ্যজুড়ে কমপক্ষে পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।জেলায় জেলায় “বন মহোৎসব” করার নির্দেশ দিয়েছেন মমতা।মুখ্যমন্ত্রীর এই বার্তাকে সামনে রেখে রবিবার দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক নন্দিতা চৌধুরীর উদ্যোগে স্থানীয় প্রজ্ঞানন্দ ‌‌‌‌স্কুল প্রাঙ্গণে বন মহোৎসবের আয়োজন করা হয়।রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের হাত দিয়ে শিশুদের হাতে গাছের চারা তুলে দিয়ে সূচনা হয় বৃক্ষরোপণ উৎসবের।অরূপ রায় তার সংক্ষিপ্ত বক্তব্যে পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যার কথা বলেন।উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য,জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক মন্ডলীর সদস্য অয়ন ব্যানার্জি ছাড়াও বিশিষ্টজনেরা।এদিন এখান থেকে বিভিন্ন ধরনের এক হাজার গাছের চারা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান বৃক্ষপ্রেমী তথা দক্ষিণ হাওড়ার বিধায়ক নন্দিতা চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + 8 =