হাওড়ায় উদ্ধার গুলি পিস্তল সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম
শুক্রবার রাতে হাওড়া দূরপাল্লার বাস স্ট্যান্ডে রাজ্য পুলিশের STF এর তল্লাশিতে উদ্ধার হল ১০১ রাউন্ড গুলি ৪ টি সেভেন এম এম পিস্তল, ৮টি ম্যাগাজিন ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম! ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয় , মুঙ্গের থেকে বরাত মাফিক অস্ত্র নিয়ে আসার সময় হাওড়া স্টেশনে থেকে দুই অস্ত্র ব্যাবসায়ীকে হাওড়া দূরপাল্লার বাস স্ট্যান্ডে দিকে যাবার সময় রাতে STF এর হাতে ধরা পরে দুই অস্ত্র ব্যাবসায়ীর নাম গুলাম হোসেন ও আব্দুল কাদির। তারা চাঁপদানি ও জগদ্দল এলাকার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। পুলিশের জেরায় ধৃতরা জানায় জগদ্দলের এক বাক্তির অর্ডার মাফিক তারা পড়শি রাজ্য বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র নিয়ে আসছিলো। গ্রেফতার দুজন অস্ত্র ব্যবসায়ীকে গোলাবাড়ি থানার পুলিশ আজ হাওড়া আদালতে পেশ করবে।