হাওড়া পাঁচলা বিক্ষোভকারীদের অশান্তির জেরে ঘর ছাড়া গ্রামবাসী
আজ ফের হাওড়া পাঁচলা বিক্ষোভকারীদের অশান্তির জেরে এবং ঘরে আগুন লাগিয়ে দেবার ভয়ে পাঁচলা গ্রামবাসী ঘর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। যেসব মানুষের দর্মার বাড়ি অস্থায়ী ঘর এসব মানুষজন সুরক্ষার জন্য অন্যত্র চলে যাচ্ছে।