হাওড়া পুরসভার বিলে রাজ্যপালের সই নিয়ে ধোঁয়াশা।

হাওড়া পুরসভার বিলে রাজ্যপালের সই নিয়ে ধোঁয়াশা।

হাওড়া পুরসভার সংশোধনী বিলে সই করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় এমন খবর প্রকাশ‍্যে আসতেই ট‍্যুইট রাজ‍্যপালের৷ ওই বিলের প্রস্তাব অনুযায়ী, হাওড়া থেকে বিচ্ছিন্ন করা হবে বালি পুরসভাকে৷এই বিষয় নিয়েই বিলটি রাজ্যপালের কাছে পাঠানো হলেও সরকারের কাছে বেশ কিছু ব্যাখ্যা চেয়ে বিলটিতে সই করেননি তিনি৷ আর এই খবর প্রকাশ‍্যে আসতেই এ দিন ট্যুইট করে রাজ্যপাল বুঝিয়ে দিলেন, তিনি নিজের আগের অবস্থানেই অনড় আছেন৷অর্থাৎ তিনি সই করেননি বিলে।ট্যুইটারে জগদীপ ধনখড় লিখেছেন, ‘রাজ্যপাল হাওড়া পুরনিগম সংশোধনী বিলে সই করেছেন বলে যে খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা ঠিক নয়৷ সংবিধানের ২০০ ধারা অনুযায়ী এই বিলটি বিবেচনাধীন রয়েছে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যে তথ্যগুলি চাওয়া হয়েছিল তা এখনও পাওয়া যায়নি৷’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 16 =