হাওড়ার একই পরিবারের চারজনের খুনের ঘটনায় ধৃত পল্লবী ঘোষ জেরায় খুনের কথা স্বীকার করেছে |
খুনে ব্যবহৃত তিনটি ধারালো অস্ত্র | ব্যবহৃত কচি, হাসুয়া ও চপার | নিজের ছেলে কে বৌয়ের হাত থেকে বাঁচাতে ঘরের বাইরের থেকে তালা দিয়ে চম্পট দেয় দেবরাজ | দাবি দেবরাজের বাবা শিশির ঘোষের | গতকাল রাতেই ফরেনসিক দল আসে ঘটনাস্থলে | পলাতক দেবরাজের খোঁজে পুলিশ |পল্লবী ঘোষ কে দেবাশীষ ঘোষ কুপ্রস্তাব দিত এবং মানসিক এবং শারীরিক অত্যাচার করত পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে গিয়েছিল ভয় দেখানোর জন্য কিন্তু পরিস্থিতি এমন হয় এলোপাতাড়ি কোপ দেয় পল্লবী ঘোষl
