দক্ষিণ হাওড়ার প্রাক্তন বিধায়ক তথা জাতীয় শিক্ষক ব্রজমোহন মজুমদারের জীবনাবসান। শিক্ষক দিবসের আগেই এই ঘটনায় শিক্ষক মহলে বিষাদের সুর। শনিবার বিকেলে হাওড়ায় নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। পরিবার সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।ব্রজমোহনবাবুর জন্ম ১৯৩৯ সালে। পড়াশোনা শেষ করে স্থানীয় বিবেকানন্দ ইনস্টিটিউশনে চাকরিতে যোগদান করেন তিনি। ছাত্রদের কাছেও অত্যন্ত প্রিয় ছিলেন তিনি। ১৯৯৫ সালে তিনি জাতীয় শিক্ষকের সম্মান পান। তৃণমূল কংগ্রেসের টিকিটে হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে ২ বারের বিধায়কও হন তিনি। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসের প্রাক্কালে তাঁর এই প্রয়াণে শোকের ছায়া নেমেছে গোটা শিক্ষক মহলে।ব্রজবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করে মন্ত্রী অরূপ রায় বলেন, অসামান্য শিক্ষক ছিলেন ব্রজমোহনবাবু। তাঁর অসামান্য দক্ষতা তাঁকে অনন্য করে তুলেছিল। ওনার মৃত্যু সমাজের এবং আমাদের দলের ক্ষতি।