হাওড়ার নোনাপাড়ায় অবরোধ
গত আমফানের পর থেকে জমা জলে ভাসছে ঘরদোর, প্রতিবাদে পুরসভার সাফাই কর্মীদের কাজে বাধা, হাওড়ার নোনাপাড়ায় অবরোধ। গত আম্ফানের পর থেকেই এখনো এলাকায় জমে রয়েছে জল। নিকাশির সমস্যার কারণে এই বর্ষাতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। জমা জল রাস্তা থেকে এখনও নামেনি। ঘরের মধ্যেও থইথই করছে জল। এর প্রতিবাদে আজ সকালে হাওড়া টিকিয়াপাড়ার নোনাপাড়া এলাকার মানুষ পুরসভার কর্মীদের নর্দমা সাফাই করতে বাধা দেন। এদিন সকালে পুরসভার কর্মীরা নর্দমা সাফাই করতে এলে এলাকার মানুষ তাদের কাজ করতে বাধা দেন। বিক্ষোভ দেখান। রাস্তা অবরোধ করেন। স্থানীয় মানুষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে জমে রয়েছে জল। সেই জল প্রত্যেকের ঘরে ঢুকে গেছে। জমা জলের ফলে তাদের অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। পুরসভাকে বারবার চিঠি দিয়ে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই তাদের দাবি আগে সমস্ত হাইড্রেন সাফাই করতে হবে। পাম্প চালিয়ে জমা জল বার করতে হবে। তারপরই তারা অবরোধ তুলবেন।