হাওড়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন গৃহবধূর,সঙ্গ দিলেন স্বামীও।

হাওড়ায় একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন গৃহবধূর,সঙ্গ দিলেন স্বামীও।

মর্মান্তিক ঘটনা হাওড়ায়। পারিবারিক অশান্তির জেরে ভাসুর, ভাসুরের স্ত্রী, ভাসুরের মেয়ে ও শাশুড়িকে খুন করলেন বাড়ির ছোট বৌ ও ছোট ছেলে।হাওড়া এমসি ঘোষ লেনের ঘটনা।বাঁচাতে গিয়ে আহত দুই আত্মীয়। অভিযুক্ত গৃহবধূ পল্লবী ঘোষকে আটক করতে পারলেও পলাতক ছেলে দেবরাজ ঘোষ ।উদ্ধার কাটারি।পুলিশ সূত্রে খবর, বুধবার রাত সাড়ে দশটা নাগাদ সম্পত্তি নিয়ে গন্ডগোলের জেরে বাড়ির ছোট ছেলে দেবরাজ ও তার স্ত্রী নিজের সন্তানকে ঘরে নিয়ে গিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে।এরপর পূর্ব পরিকল্পিতভাবে কাটারি নিয়ে নিচের ঘরে দাদা দেবাশীষের ঘরে ঢোকে।প্রথম বচসা পরে হঠাৎ করেই দেবাশিস বাবু ও তার স্ত্রী ও ১৩ বছরের মেয়েকে এলোপাথাড়ি কোপাতে থাকে । আওয়াজ পেয়ে দেবরাজ বাবুর মা মাধুরী দেবী নিজের বড়ো ছেলেকে বাঁচাতে এলে মাধুরী দেবীকেও কুপিয়ে খুন করে বাড়ির ছোট বৌ।এরপর হাওড়া পুলিশ এসে অভিযুক্ত পল্লবীকে আটক করে। পল্লবীর শরীরেও রয়েছে একাধিক আঘাতের চিহ্ন । ঘটনার পরেই এলাকা থেকে চম্পট দেয় অভিযুক্ত বাড়ির ছোট ছেলে দেবরাজ। হাওড়া থানার পুলিশ এসে ঘরের তালা ভেঙে দেবরাজ বাবুর সাত বছরের ছেলেকে উদ্ধার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six + 19 =