হাওড়ায় বিয়ের আগেই নাবালিকার বিয়ে রুখে দিল প্রশাসন।
হাওড়ার ডোমজুড়ের দফরপুর মনসাতলার ঘটনা।জানা গিয়েছে, আগামী ১৪ জুন ৩০ জেষ্ঠ ওই নাবালিকার বিয়ে ঠিক হয় পঁচিশ বছর বয়সী এক যুবকের সঙ্গে।জানা গিয়েছে, ওই নাবালিকার বয়স ১৬ বছর।কোনোভাবে এই খবরটি প্রশাসনের কাছে চলে যায়।খবর যায় লিগ্যাল এড ক্লিনিক, ডোমজুড় বি ডি ও ,ডি এল এস এ লিগ্যাল আধিকারিক অভিরুপ ভট্টাচার্যের কাছে।তিনি ডোমজুড় থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে বিয়ের আগেই এই অবৈধ বিয়ে রুখে দেন।তাঁরা ওই নাবালিকার বিয়ে ১৯ বছরের পর দেবার মুচলেকা লিখিয়ে নেন।নাবালিকার বাবা মা জানান, তাঁদের খুব অভাবের সংসার।তাই ভাল পাত্র পেয়ে তাঁর বিয়ে ঠিক করে দেন।নাবালিকা মেয়েটি জানান, তাকে জোর করে বিয়ে দেওয়া হয়নি।তবে সে উনিশ বছরের পরই বিয়ে করবে বলে সম্মতি জানায়।এ সম্পর্কে অভিরূপ ভট্টাচার্য জানান,”আমাদের কাছে খবর আসে।তাই এই অবৈধ বিয়ে আমরা রুখে দিই।”তিনি বলেন ,এত কম বয়সে বিয়ে না করে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা, বিভিন্ন সরকারি প্রকল্পগুলি এই সব পরিবার গ্রহণ করুক।কিন্তু এত কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া একটি অপরাধ বলে জানান তিনি।