হাওড়ায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভামঞ্চের সামনেই ছিনতাই।
সাতসকালে হাওড়া শরৎ সদনের সামনের ঘটনা। বৃহস্পতিবার হাওড়া শরৎ সদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক সভা।আর তাই গত দু’দিন ধরে সেজে উঠছে শরৎ সদন।পুরো পরিস্থিতি খতিয়ে দেখছেন জেলাশাসক মুক্তা আরিয়া।গোটা চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে।সামনে হাওড়া কর্পোরেশনের ৫০টি পুরসভার ভোট মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের ঘোষণার কথা রয়েছে।সেই দিকে তাকিয়ে হাওড়াবাসী বৃহস্পতিবারের মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা তাৎপর্যপূর্ণ অনেকটাই। এর মাঝেই বৃহস্পতিবার সকালে শরৎ সদনের সামনেই ঘটে গেলো ছিনতাইয়ের ঘটনা। এদিন মোটরবাইকে করে প্রাতঃভ্রমণকারি মহিলার সোনার হার ছিনতাই হয়।তবে গোটা এলাকায় পুলিশ মোতায়েন থাকায় হাতেনাতে গ্রেপ্তার হয় ছিনতাইবাজ।দৌড়ে গিয়ে দুস্কৃতিকে ধরে হাওড়া থানার পুলিশ।মুখ্যমন্ত্রীর সভার জন্য সকাল থেকেই পুলিশ মোতায়ন থাকায় হাতে নাতে গ্রেফতার ছিনতাইবাজ।