হাওড়ায় হোমের মধ্যেই ‘শিশু নির্যাতন’,গ্রেফতার ডব্লুবিসিএস অফিসার।
হাওড়ার একটি হোমে শিশু নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য এলাকায়।শিশুদের শারীরিক নির্যাতনের অভিযোগে হাওড়ার সালকিয়ায় হোম সিল করল পুলিশ।হোমের শিশুদের যৌন নির্যাতন করা হতো বলেও অভিযোগ।আর এই অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে হাওড়ার গোয়েন্দা পুলিশ।।মহিলা থানায় অভিযোগের ভিত্তিতে সালকিয়ার হোমে অভিযান চালায় পুলিশ।হোমে তল্লাশি চালিয়ে সালকিয়ার হোম থেকে বেশ কয়েকজন শিশুকে উদ্ধার করা হয়েছে ইতিমধ্যেই।POCSO আইনের একাধিক ধারায় মামলা রুজুর পাশাপাশি, ৩ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।এই ঘটনায় গ্রেফতার হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীর পুত্রবধূ গীতশ্রী।পুলিশ সূত্রে খবর, ৬ মাস থেকে ১২ বছর বয়সী শিশু, কিশোর, কিশোরীদের এই হোমে রাখা হতো।স্থানীয়দের অভিযোগ, দত্তক দেওয়ার নামে চলত শিশু বিক্রি ও পাচার।এই ঘটনায় হাওড়া পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ-সহ ১০ জনকে গ্রেফতার করেছে হাওড়া মহিলা থানার পুলিশ।