হাওড়া কাটোয়া শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত।
সোমরা ও বেহুলা স্টেশনের মাঝে সকাল ৯.২৫ নাগাদ একটি ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ায় ট্রেনটি সেখানে দাঁড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আপ লাইনে ট্রেন চলাচল। দীর্ঘক্ষন ট্রেন বন্ধ থাকায় সমস্যয় পড়েন যাত্রীরা। শেষ পাওা খবর অবধি কাটোয়া থেকে একটি ইঞ্জিন এনে ট্রেনটি সরানোর চেষ্টা করা হচ্ছে। কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার বিষয়ে অবশ্য এখনও কোনও সদুত্তর পাওয়া যায়নি।
