হাওড়া রামকৃষ্ণপুর রেলের গোডাউন থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ।
২৫ ফুট উঁচু শেড থেকে ঝুলছে দেহ যা দেখে সন্ধেহ খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, দাবি পরিজনদের।রেলের গোডাউনের ভিতর কিভাবে বাইরের লোক তা নিয়ে উঠছে প্রশ্ন। ২৮ বছরের পবন যাদব দেহ উদ্ধার করে নিয়ে যায় হাওড়া থানার পুলিশ। গোডাউন থেকে উদ্ধার মোদের বোতল।