স্টেশন লাগোয়া জলের ট্যাঙ্কের মাথায় উঠে গেলেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। ৯০ ফুট উঁচু এই জলের ট্যাংকের মাথায় ওই যুবককে ঘোরাঘুরি করতে দেখা যায়। পথচারীরা খবর দেন পুলিশকে। পুলিশ খবর দেয় দমকলকে । তারপর মুহূর্তে দমকল কর্মীরা ওই যুবককে বুঝিয়ে নিচে নামানোর চেষ্টা করছেন।                               তবে তার পর বেশ কিছু ক্ষণ কেটে গেলেও, এখনও নামানো যায়নি ওই যুবককে। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি-ও রয়েছে। প্রায় ২৫ ফুট জাল পাতা হয়েছে। হাইড্রলিক মই বেয়ে ট্যাঙ্কে উঠছেন দমকল কর্মীরা। বুঝিয়ে ওই যুবককে নামানোর চেষ্টা চলছে।এই মুহূর্তে স্টেশনের সামনের রাস্তা বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকার্য চালাতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। চড়া আলো সব নিভিয়ে দেওয়া হয়েছে। আঁধার-আবছায়া পরিবেশেই চলছে উদ্ধারকার্য।                                                                                                          দমকল আধিকারিকরা জানিয়েছেন, বেশি আলো জ্বললে ওই যুবককে নজর এদিক ওদিক যেতে পারে। সে ক্ষেত্রে তাঁকে বুঝিে নামতে রাজি করানো মুশকিল। তাই আবছায়া পরিবেশেই, সন্তর্পণে চলছে উদ্ধারকার্য। ইতিমধ্যেই এলাকায় ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে তাতে যাতে ওই যুবকের নজর না ঘোরে, চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 2 =