হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার এশিয়া মহাদেশের প্রথম বঙ্গকন্যা সায়নীর।
পূর্ব বর্ধমানের কালনার সায়নী দাস। ছোটবেলায় পাড়ার পুকুরে সাঁতার প্রাকটিস করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছিলেন তিনি। সেই সমস্ত প্রতিকূলতাকে সিঁড়ি বানিয়ে আরো একবার সফলতার শীর্ষে পৌঁছলো সায়নী। ইংলিশ চ্যানেল এখন অতীত। শুক্রবার সকালেই এক নতুন অভিযান শেষ করল বাংলার এই জলকন্যা। বাংলার এই কন্যার নামের সঙ্গে জুড়ে গিয়েছে ইংলিশ চ্যানেল, রটনেস্ট, ক্যাটারিনা চ্যানেল জয়ের সম্মান।এশিয়ার তিনিই প্রথম মহিলা হিসেবে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করলেন।
দীর্ঘদিন ধরেই এই অভিযানের জন্য অনুশীলন চালাচ্ছিলেন কালনার সায়নী দাস।পুরীর পর ভাগীরথীতে সাঁতার কেটেছেন দিনের পর দিন। কালনার জলকন্যা সায়নী দাস গত ২৭ মার্চ মলোকাই চ্যানেল পার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।
মলোকাই জয় করায় এশিয়ার প্রথম মহিলা সাঁতারু হিসেবে সায়নীর নাম লেখা হল ইতিহাসের পাতায়। ২০২০ সালের সেপ্টেম্বরে মলোকাই চ্যানেলে নামার কথা ছিল সায়নীর। চ্যানেল কর্তৃপক্ষের চূড়ান্ত সম্মতিও মিলেছিল। কিন্তু করোনা মহামারীর জেরে বাতিল করতে হয় সেই কর্মসূচি। কিন্তু অবশেষে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল পার করে ভারতকে আরও একধাপ সফলতার শীর্ষে পৌঁছে দিলো কালনার জলকন্যা।