হাজরায় বিক্ষোভের মুখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন আশুতোষ কলেজ সংলগ্ন বসন্ত বোস রোডে পুলওয়ামা দিবস উপলক্ষ‍্যে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী।সেখানে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালন সমিতির উদ্যোগে অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী আসার আগেই সেখানে উপস্থিত ছিলেন আশুতোষ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য। শুভেন্দু অধিকারী আসতেই তাঁরা বিক্ষোভ শুরু করেন।শুভেন্দু আসতেই সেখানে গানের তালে তালে তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি কার্যত উত্তপ্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে মাল্যদান করার পরেই বেরিয়ে যান শুভেন্দু।এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা।এরপরেই টুইট করে গোটা ঘটনার তীব্র নিন্দা করেন। টুইটে তিনি বলেন, “পুলওয়ামা দিবসে শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে এক অরাজনৈতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম ভবানীপুর থানার অন্তর্গত আশুতোষ কলেজ মোড়ে ।পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা এমন তলানিতে পৌঁছেছে যে মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকায় ওনার পোষিত তৃণমূলী গুন্ডারা আমাকে শারীরিক নিগ্রহ করতে আসে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × one =