হাতির আক্রমণে মৃত্যু এক ব্যক্তির।
রাজগঞ্জের সরস্বতীপুর বাগান এলাকার করলার ডুবিতে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যে গতকাল বিকেলে এক বাগানে কাজ করতে গিয়ে হাতির সামনে পড়ে যায় সেলবেস্টার ওরাও নামে এক ব্যক্তি (৬০)।
পরিবারের লোকেরা জানায় কয়েক বছর আগে বনদপ্তরের অস্থায়ি কর্মী হয়ে কাজ করত, কিন্তু বর্তমানে বয়স হয়ে যাওয়ায় কাজ করত না, গত কাল বিকেল বিট অফিসের পাসে এক বাগানে কাজ করতে গিয়ে হাতির সামনে পরে যায়, আহত অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয়, পরিবারের দাবী পরিবারের একজন কে চাকরি দেওয়া হোক কারন পরিবারের এক মাত্র উপার্জনকারী ছিল।
এই বিষয়ে আমবাড়ি রেঞ্জ অফিসার সুদিপ্ত সরকার জানায়,বনদপ্তর এর কোনরকম অস্থায়ী কর্মী ছিল না, সরকারি নিয়ম অনুযায়ী যা ক্ষতিপূরণ পাবে তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে।