হাতির আতঙ্কে ঘর ছাড়া সামসের আলীর পরিবার

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের মল্লিক শোভা ,কালাখাম্বা সহ বনাঞ্চল লাগোয়া আশেপাশের গ্রামে খাবারের সন্ধানে মাঝে মধ্যেই লোকালয়ে ঢুকে পরে বুনো হাতির দল।বাড়ি ঘর ভাঙচুর সহ চাষের জমি নষ্ট করে হাতি। যার জেরে আতঙ্কে দিন কাটে জঙ্গল লাগুয়া গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, গত ২১ শে জুলাই রাতে মল্লিকশোভা এলাকায় আচমকাই হানা দেয় ১৩-১৪ টি হাতির একটি দল। ঐদিন রাতে স্থানীয় বাসিন্দা সামসের আলীর বাড়িতে তাণ্ডব চালায় হাতির দলটি।সেসময় হাতির দলের সামনে থেকে কোনমতে প্রাণ বাঁচিয়ে সামসের আলী ও তার পরিবারের সদস্যরা স্থানীয় পঞ্চায়েত সদস্য জবেদুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়।সেদিন রাতের আতঙ্ক যেন কিছুতেই ভুলতে পারছে না এই পরিবারের সদস্যরা।প্রায় একমাস ধরে পঞ্চায়েত সদস্যের বাড়িতেই রাত্রি যাপন করছে এই পরিবারটি।মুখে আতঙ্কের ছাপ নিয়ে দিনে বাড়িতে কাজ ও খাবার খেতে গেলেও রাতের ঠিকানা পঞ্চায়েতের বাড়িতেই।সামসের আলী জানিয়েছেন,প্রায় প্রতি বছরের হাতির দল এসে তাণ্ডব চালায়।ভয়ে পরিবার সন্তানদের নিয়ে রাতে বাড়িতে থাকতে পারছিনা।কোন বুদ্ধি পাচ্ছিনা ঠিক করে কাজ করতে পারছি না খুবই অসহায় অবস্থায় আছি।দিনে বাড়িতে থাকলেও রাতে পরিবারের ৭ জন নিয়ে অন্যের বাড়িতে থাকি।স্বামীর মতই একই দাবি স্ত্রী আমিনা খাতুনের কন্ঠে।শুধু এই পরিবারটি নয়,মল্লিকশোভা এলাকায় প্রায় প্রতি বাড়িতেই হাতির আতঙ্ক গ্রাস করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × five =