হাতির আতঙ্ক এবার হুগলীর আরামবাগে ।
হুগলির আরামবাগ থানার মাঠ মলয়পুর এলাকায় একটি হাতি ঢুকে যায় হাতি টি মাঠে ঘুরছে গ্রামবাসীরা আতঙ্কে আছে যদি হাতে টি গ্রামের ঢুকে যায় ঘরবাড়ি ভেঙে দিতে পারে খবর পেয়ে ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ ও বনদপ্তর আধিকারিকরা পৌঁছেছে ন।
