হাতির হানায় গৌরীগাঁও এলাকায় ভাংলো দুটি ঘর।

ঘর থেকে পালিয়ে কোনোক্রমে প্রাণে বাঁচেন বাড়ির লোকজন।রবিবার পৃথকভাবে দুই জায়গায় হামলা চালিয়ে দুটি ঘর ভেঙে দেয় হাতি।শুধু ঘর ভেঙেই শান্ত হয়নি হাতিটি। সবার কেরেছে ঘরে মজুদ খাদ্যদ্রব্য,নষ্ট করেছে আসবাবপত্রও।যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।জানা যায়,রবিবার রাত্রে চালসা সংলগ্ন গৌরীগাঁও এলাকার দেবী রাই এর ঘর ভেঙে দেয় হাতি।এরপর হাতিটি চলে যায় সংলগ্ন কিলকোট চা বাগানের ৫ নাম্বার লাইনে।সেখানে রঞ্জিত ওঁরাও এর ঘর গুঁড়িয়ে দেয়।ভোর রাত নাগাদ স্থানীয় বাসিন্দাদের চিৎকারে হাতিটি আবার জঙ্গলে চলে যায়।এলাকা দুটির পাশেই রয়েছে চাপরামারী জঙ্গল।হাতিটি ওই জঙ্গল থেকেই এসেছে বলে বাসিন্দাদের দাবি।বাসিন্দারা অভিযোগ করে বলেন,রাত্রে এলাকায় হাতি আসলেও বনকর্মীরা আসেনি।যাবতীয় ক্ষতির ক্ষতিপূরণ সহ রাত্রে এলাকায় বনকর্মীদের টহলদাড়ি দাবি করেছেন বাসিন্দারা।বনদপ্তর সূত্রে জানা যায়,নিদিষ্ট ফর্মে আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − three =