বাঁকুড়া জেলায় অবিরাম হাতির আক্রমণ লেগেই থাকে আর এই মুহূর্তে বাঁধকানার জঙ্গলে রয়েছে সাতটি হাতি। এই হাতি প্রাইসয় বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি করে।
আর সেই ক্ষয়ক্ষতি আটকাতে ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে ইলেকট্রিক ফিনিশিংয়ের মাধ্যমে জঙ্গলের ভিতরে রাখা হয়েছে হাতিগুলিকে। যেন জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে অন্যত্র কোথাও ক্ষয়ক্ষতি না করতে পারে এবং তাদের জন্য খাবারের ব্যবস্থাও করা হয়েছে। হাতির জন্য বাহারি খাবারের মেনুতে রয়েছে লাউ, শসা, কলা গাছ, সে বিভিন্ন ধরনের খাবার রাখা রয়েছে, এর কারণ হাতি যেন জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে অন্য কোন জায়গায় ক্ষয়ক্ষতি না করে আর এই মৌসুমে এখন মাঠে রয়েছে প্রচুর ধান সাধারণ চাষীদের কথা মাথায় রেখে ফরেস্টের এহেন প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছে সাধারণ মানুষ। তাই হাতি দেখতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, এত কাছ থেকে হাতি দেখা যাবে সেটা তারা ভেবেই পাচ্ছেন না।