হাতে নাতে স্বাস্থ্য সাথী কার্ড পেল বারাসতের কুনাল।
হাসপাতালে ভর্তি হওয়ার পরই হাতে নাতে স্বাস্থ্য সাথী কার্ড পেলেন বারাসত ২৫ নম্বর ওয়ার্ডের পাঁজা পরিবার।শনিবার পাঁজা পরিবারের ছেলে কুনাল বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।তার পরিবার তাকে ভর্তি করেছিল বারাসতের এক বেসরকারি নার্সিংহোমে।ভর্তির দিনই একটা অপারেশন হয়ে যায়।কিন্তু পাঁজা পরিবার রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য আবেদন করলেও কার্ড হাতে পায়নি।গত দুদিনে হাসপাতালের বিলও বাড়ছিল চর চর করে।চিন্তায় পরে গেছিল পাঁজা পরিবার।এই খবর পৌঁছায় বারাসত ২৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কোয়ার্ডিনেটর তথা বারাসত পৌর প্রশাসক মন্ডলির অন্যতম সদস্য অশনি মুখার্জির কাছে। খবর পাওয়া মাত্রই তিনি উদ্যোগ নিয়ে তড়িঘড়ি স্বাস্থ্য সাথী কার্ড বানিয়ে পরিবারের হাতে তুলে দেন এবং নিজেও নার্সিংহোমে এসে কর্তৃপক্ষর সাথে এবং পরিবারের সাথে কথা বলেন।তবে সোমবার থেকে এই স্বাস্থ্য সাথী কার্ড ব্যবহার হবে চিকিৎসার খরচায়।সোমবার আরও একটি অপারেশন হবে ২৪ বছর বয়সী কুনাল পাঁজার।স্বাস্থ্য সাথীর কার্ড পেয়ে উপকৃত পাঁজা পরিবার।