হাতে পিস্তল নিয়ে নিজস্বী তুললেন মৃণালিনী মণ্ডল মাইতি।
সরকারি দফতরে বসে একহাতে পিস্তল ধরে নিজস্বী তুলছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই প্রবল চাঞ্চল্য মালদা জেলা । এই তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতি বলে মন্তব্য করেছেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল।তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক জানিয়েছেন, পুলিশ ঘটনার তদন্ত করে দেখবে। তবে নেত্রীর হাতে থাকা পিস্তল আসল বলেই মেনে নিয়েছেন তিনি। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি কেবল পঞ্চায়েত সমিতির সভানেত্রীই নন, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রীও বটে। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, তিনি নিজের ডান হাতে পিস্তল ধরে রয়েছেন আর বাম হাতে দিয়ে সেলফি তুলছেন। আশেপাশে থাকা তৃতীয় কোনও ব্যক্তি সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় বলে খবর।