হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

হাবড়ায় জলমগ্ন এলাকা পরিদর্শনে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া পৌরসভার জলমগ্ন ৪টি ওয়ার্ডের জল নিষ্কাশনে এবার তৎপর হলেন স্বয়ং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার সকাল থেকেই জলমগ্ন এলাকা পরিদর্শন করেন তিনি। এদিন তিনি সদলবলে হাবরা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড ঘুরে দেখেন সরদারপাড়া কামিনীকুমার স্কুল সংলগ্ন এলাকায়।সেই জায়গাগুলো ঘুরে দেখে জ্যোতিপ্রিয় মল্লিক জানান, এ বছর অতিবৃষ্টি এবং নদীয়া সহ অশোকনগরের জল চলে আসার দরুণ এই দুর্গতি আপাতত চলছে।এখন ১৫ টি পাম্প চলছে। আরো ১০টি পাম্প আসবে বলে জানান। এই পাম্প একসঙ্গে চললে ১৫ দিনের মধ্যেই এই জল নামানো সম্ভব হবে।এছাড়াও বেআইনি নির্মাণ খুব দ্রুত ভেঙে ফেলা হবে বলেও মন্ত্রী আশ্বাস দেন।এছাড়া আধুনিক বুষ্টিং স্টেশন করার জন্য ইতিমধ্যেই ২৫ কোটি টাকা অনুমোদন হয়েছে বলে মন্ত্রী দাবি করেন।এদিন মন্ত্রীর সঙ্গে ছিলেন হাবরা পৌরসভার মুখ্য পৌর প্রশাসক নারায়ণ চন্দ্র সাহা, প্রশাসক নন্দা চক্রবর্তী সহ একাধিক নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + twenty =