হাবড়ায় পারিবারিক সম্পত্তির বিবাদ, ভাইকে কুপিয়ে খুন দাদার।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের যশুর গ্রামের ঘটনা।দাদার হাতে খুন হলো ভাই।পুলিশ সূত্রে জানা যায়, যশুর গ্রামের বাসিন্দা অভিজিৎ ঘোষ ও বিরু ঘোষের মধ্যে দীর্ঘদিন পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি চলছিল।একাধিকবার গ্রামে মেম্বার থেকে শুরু করে থানার দ্বারস্থ হয়েছেন উভয় পরিবার।পারিবারিক সম্পত্তির বাটোয়ারা নিয়ে আলোচনা হয়েছে বারংবার কিন্তু সমস্যার সমাধান হয়নি।এদিন রাতে ফের একবার অশান্তি চরমে ওঠে, দুই ভাই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বড় ভাই অভিজিৎ ঘোষ মেজ ভাই ভিরু ঘোষকে ছুরি দিয়ে আঘাত করেন।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিজিৎ ঘোষের বাবার দুই বিয়ে, অভিজিৎ ঘোষ প্রথম পক্ষের, দ্বিতীয় পক্ষের বীরু ঘোষ ও তার এক বোন রয়েছে।বোনেদের বিয়ে আগেই হয়ে গেছে। ভাইয়েরা বিদেশেই থাকতো কর্মসূত্রে। লকডাউন হওয়ার পর বাড়ি ফিরে এসে ছোটখাটো ব্যবসা শুরু করেন।প্রায়শই সম্পত্তি নিয়ে গণ্ডগোল সৃষ্টি হতো।ঘটনার পর থেকে অভিযুক্ত অভিজিৎ ঘোষ পলাতক। পুরো ঘটনার তদন্তে হাবড়া থানার পুলিশ।