রাজ্যে বারংবার সামনে এসেছে একাধিক ধর্ষণকাণ্ড। এবার উত্তর ২৪ পরগনার অন্তর্গত হালিশহরের এক নাবালিকা ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা করলো ব্যারাকপুর আদালত। বীজপুর থানার পুলিশ সূত্রে খবর ,২০১৮ সালের মার্চ মাসে হালিশহরে একটি ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।সেই ঘটনায় POCSO আইনে মামলা রুজু করে তদন্তে নেমে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করে। তৎকালীন তদন্তকারী অফিসার ছিলেন পিয়ালী চক্রবর্তী।অবশেষে আজ সেই অভিযুক্তের সাজা ঘোষণা করলো ব্যারাকপুর আদালত।সরকারি আইনজীবী অসীম কুমার দত্ত।

আদালতের নির্দেশে, অভিযুক্ত রঞ্জিত দে-র ২০ বছরের জেল হেফাজত এবং ৫০ হাজার টাকা জরিমানাও ধার্য করা হয়েছে। জরিমানা না মেটাতে পারলে ২ বছর অতিরিক্ত জেল হেফাজতে থাকতে হবে বলেই নির্দেশ দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 1 =