হালিশহরে একটি দোতলা বাড়ি থেকে ব্যক্তির পচা-গলা দেহ উদ্ধার
হালিশহর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরুন দাস(৪৫)এর গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশ সুত্রে খবর,ওই এলাকার একটি পরিত্যক্ত দোতলা বাড়ি থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার হয়।পুলিশের প্রাথমিক অনুমান 3 দিনের পুরনো দেহ। গতকাল হালিশহর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে এবং তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।মৃত ব্যক্তি অরুণ দাসের বাড়ি মদনপুরে। হালিশহরে একটি বাড়ি কিনে সেখানেই তিনি থাকতেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ। প্রতিবেশীর সূত্রে খবর, প্রায়শই ওই ব্যক্তির জামাই কিছু লোককে নিয়ে এসে সেখানে মদ্যপান করতেন। অপরদিকে মৃত ব্যক্তির পরিবারের সদস্যরা দাবি করছেন। অরুন দাস কে খুন করা হয়েছে। প্রায়শই বাড়িতে কিছু লোকের আনাগোনা থাকা সত্বেও কি করে তিনদিন ধরে ওই ব্যক্তি রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে রইল অথচ কেউ জানতে পারল না, তা নিয়ে ঘনিয়েছে রহস্য। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হালিশহর থানার পুলিশ।