হালিশহরে বামেদের স্বাধীনতা দিবস পালন।

১৯৪৭ সাল থেকে ২০২২ সাল।স্বাধীন ভারতের ৭৫ বছর পূর্তি।ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হালিশহর এরিয়া কমিটি সহ শাখা গুলোতে এদিন পালিত হলো স্বাধীনণা দিবস। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন ও মানব বন্ধন ও শপথ বাক্য পাঠ কর্মসূচি করা হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হলো। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ পার্টি নেতা রবিন মুখার্জী ও উপস্থিত ছিলেন দলের এরিয়া কমিটির নেতৃবৃন্দ, SFI ও DYFI এর লোকাল কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন গণসংগঠনের কর্মী, সদস্য-সমর্থক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + 13 =