মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্র হালিশহরের তিন প্রান্তে বাগমোড়,বলদেঘাটা,হালিশহর চৌমাথা
শুভ উদ্বোধন। উদ্ভোধক পার্টির রাজ্য কমিটির সদস্যা কমরেড গার্গী চ্যাটার্জী ও উপস্থিত ছিলেন সিটু নেতা সম্ভু চ্যাটার্জী ও সিপিআইএম নেতা সন্তোষ ব্যানার্জি হালিশর প্ৰাক্তন পৌর পিতা রবীন্দ্র নাথ মুখার্জী ও অন্যান্য নেতৃত্ব।