নবান্ন অভিযানে আহত বিজেপি কর্মীদের দেখতে বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে এসে হাসপাতালের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, এই সরকারি হাসপাতালে রোগীরা মেঝেতে পড়ে রয়েছেন। দুর্গন্ধ অস্বাস্থ্যকর পরিবেশ। রাস্তার কুকুর বিড়ালের থেকেও রোগীদের অবস্থা শোচনীয়। এসে দেখলাম লিফট খারাপ। সিঁড়িতে ওঠার মুখে কোলাপ্সেবেল গেটে তালা লাগিয়ে রেখেছে। রোগীরা বা তাদের আত্মীয়রা কি উড়ে উড়ে হাসপাতালের ওয়ার্ডে ঢুকবে এই প্রশ্ন তোলেন তিনি। অগ্নিমিত্রা পাল আরও বলেন, আমরা সবসময় দলীয় কর্মীদের সঙ্গে রয়েছি। তাদের পাশে রয়েছি। আমি নিজেও নেতা নই। দলের একজন সাধারণ কর্মী। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ না করে বুধবারের ওনার মন্তব্যের তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল। একজন সাংসদ হয়ে উনি কীভাবে পুলিশকে এভাবে উস্কানিমূলক কথা বলছেন সেই প্রশ্ন তোলেন তিনি।