হাসপাতালে মহিলা ওয়ার্ডের মধ্যে এক যুবক ঢুকে রোগিনীর গায়ে হাত দেওয়া এবং শ্রীলতাহানি অভিযোগ
নদীয়ার শক্তিনগর জেলা হাসপাতালে মহিলা ওয়ার্ডের মধ্যে এক যুবক ঢুকে রোগিনীর গায়ে হাত দেওয়া এবং শ্রীলতাহানির অভিযোগ করেছেন রোগীনীর মা। ঘটনাটি ঘটে গতকাল রাতে ওই রোগিনী মাথা ও গলায় আঘাত নিয়ে ভর্তি হয়েছিল শনিবার শক্তিনগর জেলা হাসপাতালে। সার্জিকাল ওয়ার্ডে গতকাল রাতে এক মদ্যপ যুবক ওই রোগিনীর গায়ে হাত দেয় বলে অভিযোগ। ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন ওই রোগিনীর মা হাসপাতালে সুপারের কাছে।