হাসপাতালে শিশুর মৃত্যু,উত্তেজনা কাটোয়া মহকুমা হাসপাতালে উত্তেজনা।
চলতি মাসের ২৭ তারিখ প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন নদীয়ার জুরানপুর গ্রামের এক প্রসূতি।
ওই দিন দুপুরে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন।দুদিন স্বাভাবিকই ছিল সদ্যজাতটি।বুধবার দুপুর বেলায় বাচ্চাটি স্তন্যপান করতে গেলে তার গলায় দুধ আটকে যায় বলে দাবি সদ্যজাত মায়ের।এরপর বারংবার কর্মরত নার্সকে বলা হলেও কর্তব্যরত নার্সরা গুরুত্ব দেয়নি বিষয়টিতে এমনটাই অভিযোগ।রাত্রি সাতটা নাগাদ চিকিৎসক সদ্যজাতটিকে দেখে শিশুদের এস এনসিইউতে ভর্তি করার পরামর্শ দেন। রাত্রি সাড়ে নটা নাগাদ মৃত্যু হয় সদ্যোজাতের। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবার।পরিবারের অভিযোগ, কর্তব্যরত নার্সের গাফিলতির জন্যই সন্তানের মৃত্যু ঘটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন সদ্যজাতের পরিবার।শিশুর মৃতদেহ দিতে অস্বীকার করায় উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।
অবশেষে কাটোয়া মহকুমা হাসপাতালে সুপার ও পুলিশের চেষ্টায় অবস্থা স্থিতিশীল হয়।