হিঙ্গলগঞ্জে বিজেপি সিপিএম থেকে তিন শতাধিক তৃণমূলে যোগদান।

হিঙ্গলগঞ্জে বিজেপি সিপিএম থেকে তিন শতাধিক তৃণমূলে যোগদান।

বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ বিধানসভার ১৩নম্বর সান্ডেলবিল এলাকায় বিজেপি সিপিএম থেকে ৩০০ জন তৃণমূলে যোগদান করলেন।তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হিঙ্গলগঞ্জ ব্লক তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী, শিক্ষক নেতা তুষার মন্ডল এস,টি,সেলের সভাপতি মহাবীর বর্মন সহ একাধিক নেতৃত্ব। বেশিরভাগই দলত্যাগী ছিলেন মহিলারা। পুলিন বাবু জানান, দীর্ঘদিন সিপিএমের পার্টির সদস্য ছিলাম সংগঠনের কাজ করতাম।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তার বহু মুখি উন্নয়নের প্রকল্পের কাজ করতে,আমরা দলে যোগদান করলাম। যাতে সুন্দরবনের প্রান্তিক মানুষের সমস্ত কাজ একদিনে করতে পারি।” অন্যদিকে ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী বলেন, যেভাবে রাজ্য কলকাতা পৌরনিগমের তৃণমূলের যেভাবে জয় এসেছে, বিরোধী-শূন্য হয়ে গেছে। তাই যত সময় যাবে বিরোধীদলকে তৃণমূলে যোগদান এর সংখ্যা বাড়বে। দলের নির্দেশ মেনে ধাপে ধাপে তৃণমূলে যোগদান করাব। মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়াতে চাইছে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভায় আরো শক্তিশালী সংগঠন হল মনে করছে রাজনৈতিক মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × three =