হিঙ্গলগঞ্জ ও বসিরহাটে ফের বাঁধে ভাঙ্গন,বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
ঘূর্ণিঝড় শেষ হলেও ধ্বংসচিত্র চারিদিকে।বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভা ২৩ নম্বর ওয়ার্ডের ধলতিথা পাড়ায় শুক্রবার ভোররাতে ইছামতি নদীর প্রায় ৫০ ফুট নদী বাঁধ ভেঙে যায়।ফলে জেলেপাড়া, নিকারিপারা, ঘোষপাড়া, ভট্টাচার্যী পাড়া সহ একাধিক এলাকায় কার্যত নতুন করে জল ঢুকতে শুরু করে।একে রামে রক্ষা নেই সুগ্রীব দোসর। সবমিলিয়ে নতুন করে আশঙ্কায় সিঁদুরে মেঘ দেখছে পৌরসভা বাসিন্দারা।ইতিমধ্যে বহু পৌরসভার বিস্তীর্ণ ওয়ার্ডে এখনো নোনা জল ঢুকে রয়েছে।সময় যত যাচ্ছে যশের ধ্বংসলীলার ছবি স্পষ্ট হচ্ছে। সর্বত্রটা মিলিয়ে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে স্থানীয় বাসিন্দাদের।একদিকে চাষের জমিতে নোনা জল ডুকছে অন্যদিকে জল ঢুকে প্রচুর মাছ চাষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি হিঙ্গলগঞ্জ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের জয় গ্রামে প্রায় ১০০ ফুট ডাসা নদীর বাঁধ ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকায় চাষের জমিতে মেছো ঘেরির জল গ্রামে ঢুকতে শুরু করেছে।ইতিমধ্যে বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া সন্দেশখালি হিঙ্গলগঞ্জ ব্লক সহ৬টি ব্লক প্রায় ২ লক্ষ মানুষকে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।ক্রমশ ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে। ফলত চিন্তায় গ্রামবাসীরা।