হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে শুরু হলো কালীপুজো

হিন্দু মুসলমানের যৌথ উদ্যোগে শুরু হলো কালীপুজো।

কাজী নজরুল ইসলামের কথায়,’আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ’। ধর্ম যার যার, উৎসব সবার। চারিদিকে যখন ধর্ম নিয়ে হিন্দু মুসলিমের ভিতর চলছে দাঙ্গা ঠিক তখন উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার অন্তর্গত কুমড়া বাজার তেতুলতলা এলাকায় ধরা পড়ল এক ভিন্ন চিত্র। যেখানে দেখা যাচ্ছে হিন্দু-মুসলিমের সমন্বয়ে হচ্ছে কালিপুজো। কালিপুজো দীর্ঘদিন ধরে হচ্ছে তেঁতুলতলায়।কিন্তু এবছর করোনা আবহের কথা মাথায় রেখে বেশকিছু নিষেধাজ্ঞা রয়েছে পুজো কমিটির পক্ষ থেকে। সাধারণ মানুষের উদ্দেশ্যে তারা বারংবার বার্তা দিচ্ছেন একসাথে বিপুল সংখ্যক লোক মন্দিরে প্রবেশ করতে পারবে না এবং পূজামণ্ডপে প্রবেশ করতে গেলে মুখে মাস্ক বাধ্যতামূলক এবং অতি অবশ্যই সাথে থাকতে হবে স্যানিটাইজার। এবছর এই হিন্দু-মুসলিম সমন্বয়ের পুজো ৪২ তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেছেন বারাসত লোকসভা কেন্দ্রের সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার। যখন চারিদিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের প্রতিবাদে ঝড় পথে নেমেছে ঠিক তখনই এমন এক ভাতৃত্বের পরিচয়ে খুশি হাবড়াবাসী। আগামী দিনেও ঠিক এমনই মাতৃত্বের পরিচয় এগিয়ে চলুক এই পুজো এমনই মত এলাকাবাসীদেরও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × two =