হুগলির গোঘাটে সোনার দোকানে চুরি।
হুগলির গোঘাট থানার কামারপুকুর চটি এলাকায় একটি সোনার দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।জানা গেছে,বুধবার রাতে দোকানের লোহার গেট কেটে প্রায় ১২ থেকে ১৪ টি তালা ভেঙে দোকানে ঢোকে দুষ্কৃতিরা।এরপর দোকানে ঢুকে কয়েক লক্ষ টাকার গহনা চুরি করে।চুরির শেষে সিসিটিভির ফুটেজ সহ যাবতীয় মেশিনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।এদিন সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা এবং গোটা দোকান লন্ডভন্ড। এরপর এই খবর দেওয়া হয় গোঘাট থানায়। গোঘাট থানার পুলিশ এসে গোটা ঘটনার তদন্তে নেমেছে।