হুগলির মহানাদ ব্রহ্মময়ী কালি মন্দিরের ইতিকথা।

হুগলির জাগ্রত কালি মন্দিরের মধ্যে অন্যতম হলো মহানাদ ব্রহ্মময়ী কালি মন্দির। কথিত আছে, জমিদার কৃষ্ণচন্দ্র নিয়োগী ১৮৩০ সালে মহানাদ ব্রহ্মময়ী কালী মন্দির প্রতিষ্ঠা করেন। পারিবারিক পরিচয়ের সূত্রে মন্দির প্রতিষ্ঠার কয়েক বছর পরে জমিদার বাড়িতে আসেন রানি রাসমণি। মন্দিরের অভাবনীয় গঠনশৈলী ও কালীমূর্তি দেখে মুগ্ধ হন তিনি। মন্দিরের প্রধান পুরোহিত জানান,সারা বছরই মায়ের নিত্য পুজো হয় মন্দিরে। তবে শনি-মঙ্গলবার ও বিশেষ তিথিতে মায়ের বিশেষ পুজো হয়। মা এর উপর ভক্তদের অগাধ বিশ্বাস এবং আশা পূরণের জন্যই দুরদুরান্ত থেকে কাতারে কাতারে অগণিত ভক্ত ভিড় জমান এই মন্দিরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =