হুগলির সিমলাগড় জি টি রোডের ওপর ১৯ নং রেল গেট অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
অভিযোগ দীর্ঘ দিন ধরে বেহাল দশা এই রেল গেটের। যাতায়াত এর অযোগ্য, এই গেটে প্রতিনিয়ত দুর্ঘটনা হয়েই থাকে, গেট পড়লে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েন গাড়ীর আরোহীরা।
রেল গেটের রাস্তা সারানোর দাবিতে এই অবরোধ চলে প্রায় ঘন্টা খানেক।একই সঙ্গে রেল ও জি টি রোড অবরোধ এর দরুণ যেমন ব্যাহত হয় বর্ধমান মেইন লাইনের রেল চলাচল, তেমনই অবরুদ্ধ হয়ে পড়ে জি টি রোড, বিপাকে পড়েন নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ। পরে রেল পুলিশ বিষয়টি উচ্চতর কতৃপক্ষ কে জানানোর আশ্বাস দিলে অবরোধ ওঠে।
