হুগলীর চুঁচুড়ায় পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলন।

হুগলীর চুঁচুড়ায় পুরসভার অস্থায়ী কর্মচারীদের আন্দোলন।

আবার আন্দোলনে সামিল হুগলীর চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারীরা।ঘটনার সূত্রপাত গত মে,জুন মাসে।অস্থায়ী পৌরকর্মচারীদের আন্দোলনে ভেঙে পড়েছিল পৌর পরিষেবা। বাইরে থেকে নেওয়া বেশ কয়েকজন অস্থায়ী কর্মীদের বেআইনীভাবে নিয়োগ করা হয় এমন অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন তারা।মহকুমা শাসকের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। ঠিক হয় কর্মচারীদের দৈনিক মজুরি ৩০টাকা বৃদ্ধি করা হবে এবং ৩ মাস পর আরও দৈনিক ৩০ টাকা হারে বেতন বৃদ্ধি করা হবে।কিন্তু নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হয়ে গেলেও এখনও মজুরি না বৃদ্ধি হওয়ায় কর্মচারীরা ফের আন্দোলনে নামে। এই নিয়ে গত ২৬ শে ডিসেম্বর অস্থায়ী পৌরকর্মচারীরা একটি সভাও করে।সভাকে কেন্দ্র করে পৌরকর্মচারী সংগঠনের পক্ষে অভিযোগ,শহরের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দীর্ঘদিন ধরে বেআইনিভাবে কাজ না করে বেতন পাচ্ছে।বেআইনিভাবে পুরসভার কর্মীদের বসিয়ে রেখে কাজ করানো হচ্ছে আরোগ্য নামের সেই স্বেচ্ছাসেবী সংস্থাকে দিয়ে।ঘটনার জেরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা আন্দোলনরত এক কর্মীর বাড়িতে চড়াও হয় বলেও অভিযোগ।মঙ্গলবার এই নিয়ে হুগলীর কারবালা মোড়ে বিক্ষোভ করে অস্থায়ী কর্মচারীরা।যদিও এবিষয়ে পুরপ্রশাসকের দাবী,এই বিষয়ে তার কাছে কোনও অভিযোগ আসেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 6 =