“হেরেও মুখ্যমন্ত্রী,মেদিনীপুর চায় না নিজের মেয়েকে” বললেন দিলীপ ঘোষ।

“হেরেও মুখ্যমন্ত্রী,মেদিনীপুর চায় না নিজের মেয়েকে” বললেন দিলীপ ঘোষ।

কৃষ্ণনগরের সাংগঠনিক মিটিংয়ে এসে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।শুক্রবার কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় যে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন, তার শুনানি ছিল এদিন। কিন্তু সেই শুনানির দিন পিছিয়ে আগামী বৃহস্পতিবার এই শুনানি হওয়ার কথা রয়েছে।

আদালত সূত্রে খবর, বিচারপতি কৌশিক চন্দ্র বলেন,শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়।এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা জানান, আইনে বলা আছে তারা সেই অনুযায়ী চলবেন।এদিন উচ্চ আদালতে নন্দীগ্রাম কেন্দ্রের গণনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুনানিতে না যাওয়া নিয়ে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

এ প্রসঙ্গে তিনি বলেন,” নন্দীগ্রামের ফলাফল মেনে নিতে পারছেন না মুখ‍্যমন্ত্রী।তাই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হেরেও মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন,”মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, মেদিনীপুর কিন্তু নিজের মেয়েকে চাইল না।বাংলার মেয়েকে চাইল না এটাই বাস্তব।এরপর আইন আইনের পথে চলবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen + nineteen =