হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ পুলিশ।
রবিবার রাত্রে মুর্শিদাবাদের লালগোলা থেকে তিনজন হেরোইন পাচার কারীকে গ্রেপ্তার করা হয়।সোমবার বহরমপুরে জেলা পুলিশ সুপার সবরী রাজকুমার বলেন, করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে মাদক কারবার শুরু হয়েছিল জেলায়।পুলিশ তৎপরতার সাথে গত কয়েকমাসে মোট ১৫ কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে। ইতিমধ্যেই ৩৫টি মামলা হয়েছে। মোট ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার পুলিশ সুপার বলেন, পাচারকারীদের মধ্যে একজন নদিয়ার এবং অন্য দুজন মুর্শিদাবাদের লালগোলায় থাকেন। তাঁদের বয়স ২৭ বছরের মধ্যে।ওই পাচারকারীদের ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে সোমবার বহরমপুর আদালতে তোলা হয়েছে।
