হেলমেট বিহীন মোটর সাইকেল চালক গুরুতর জখম হলেন পথদুর্ঘটনায়

হেলমেট বিহীন মোটর সাইকেল চালক গুরুতর জখম হলেন পথদুর্ঘটনায়

পথদুর্ঘটনায় গুরুতর অসুস্থ এক মোটর সাইকেল আরোহী। রাত সাড়ে বারোটা নাগাদ শান্তিপুর মহাশ্মশান থেকে মৃতদেহ সৎকার সেরে ফেরার পথে মতিগঞ্জ মোড়ের কিছুটা আগে ওই মোটর বাইক চালক এবং এক আরোহী সহ সজোরে ধাক্কা মারে ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার সাথে। দু’জনকেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় কর্তব্যরত পুলিশ ভ্যান নিয়ে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। সেখান থেকেই জানা গেছে চালকের বাড়ি শান্তিপুর ঠাকুরপাড়া এর নাম রনি পাল পিতা বাবলু পাল। আরোহী কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরত গেলেও, চালক রনি পাল এর শারীরিক অবস্থা অবনতি হলে তাকে কল্যাণী যে এন এম হাসপাতাল স্থানান্তরিত করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী তার শারীরিক পরিস্থিতি এখন স্থিতিশীল হয়নি। প্রত্যক্ষদর্শীর অনেকেরই অনুমান চালক আরোহী দুজনেই মদ্যপান করেছিলেন তবে হেলমেট পরিহিত থাকলে এতটা গুরুতর জখম হতেন না বলেই অনুমান করছেন এলাকাবাসী। বিষয়টি খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 2 =