গত ৫ই অক্টোবর মালবাজারে হড়পা মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী আগামী ১৭ তারিখ মাল বাজারে যাচ্ছেন। সূত্রের খবর আগামী ১৭ তারিখ মুখ্যমন্ত্রী বেলা তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে সেখান থেকে মাল বাজারে যাবেন।সেদিন তার মালবাজারের কাছেই একটি বেসরকারি অতিথি নিবাসে থাকার কথা রয়েছে। এবং ১৮ তারিখ মাল নদীতে দশমীর বিসর্জনের সময় হড়পা বানে। আটজন মৃতদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। তারপরেই দ তিনি শিলিগুড়ি চলে আসবেন। ১৯শে অক্টোবর মুখ্যমন্ত্রীর কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে।