১০ টা বাজতেই পুলিশি টহলদারি কল্যাণীর বাজারে।
শুক্রবার নবান্নের তরফ থেকে এক নির্দেশিকা জারি করা হয়েছে,যেখানে বলা হয়েছে সকাল ৭- ১০টা বাজার খোলা রাখা যাবে এবং দুপুর ৩-৫ টা পর্যন্ত খোলা থাকবে বাজার।সেই নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের প্রতিটি জেলায় ১০ টা বাজার সাথে সাথেই পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো।কল্যাণীতেও সেই চিত্র ধরা পড়ল।কল্যাণী শহরের ২ নম্বর বাজার সপ্তপর্ণী মার্কেটসহ বিভিন্ন বাজারে বেলা দশটা বাজার পর কল্যাণী মহকুমা শাসক এবং কল্যাণী পুলিশ প্রশাসন বিভিন্ন বাজারে অভিযান চালান।অনেক ক্রেতা বাজারের মধ্যে দশটা বাজার পরেও ভিড় করছেন। তাদেরকে হাতজোড় থেকে শুরু করে চোখরাঙানি কোনো কিছুই বাদ গেলোনা।রাজ্য সরকারের নির্দেশ পালনে শেষমেষ পুলিশ-প্রশাসন তৎপর হতেই বাজার দোকান বন্ধ করতে শুরু করে বিক্রেতারা।