করোনা আবহ কাটিয়ে দ্বিতীয় বারের জন্য খুলছে বেলুড়মঠ । করোনা অতিমারীর জেরে ২৫ শে মার্চ ২০২০ বন্ধ হয়েছিল বেলুড় মঠ |পরবর্তীতে দেশ জুড়ে আনলক পক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে ১৫ জুন মঠ খুললেও ফের ২রা অগাস্ট সাধারণের জন্য দরজা বন্ধ হয়ে যায় মঠের | মঠের প্রায় ৮০ জন সন্ন্যাসী আক্রান্ত হয়ে পরেছিলেন করোনাতে | সেই কারণেই ফের বন্ধ হয়ে যায় বেলুড়মঠ বুধবার অর্থাৎ ১০ই ফেব্রুয়ারী ২০২১ সব রকম করোনা বিধি মেনেই খুলছে মঠ | সকাল ৮:৩০ থেকে বেলা ১১ টা ও বিকাল ৩ : ৩০ থেকে বিকাল ৫ : ১৫ পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা | সব মন্দিরে প্রবেশ করতে পারলেও, মন্দিরে বসা ও মঠ চত্বরে সময় কাটাতে পারবেন না কেউ |
Home জেলা