এক যোগে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তুলে লালবাজার অভিযান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের।পুলিশ কমিশনারের কাছে ডেপুটেশন দিয়ে তাঁরই পদত্যাগের দাবি জানাতে চায় তাঁরা!মিছিলের মাঝেই হাতে হাত রেখে ব্যারিকেড গড়লেন আন্দোলনকারীরা। সবার মুখে মুখে একই স্লোগান, ‘ছিনিয়ে নিতে ন্যায়বিচার/ গোলাপ হাতে লালবাজার।’ আন্দোলনকারীদের কারও কারও হাতে রয়েছে গোলাপ, রজনীগন্ধার তোড়া। পৌঁছে পুলিশের হাতে ফুল তুলে দেবেন তাঁরা! ব্যারিকেডে পরাবেন ফুলের মালা।লালবাজার অভিযান আটকাতে লৌহ কপাট পুলিশের।পুলিশের বাধাপ্রাপ্ত হয়ে রাস্তার মাঝেই শান্তিপূর্ণ অবস্থানে বসলেন চিকিৎসকদের একাংশ।তাঁরা নিজেদের দাবিতে অনড়। হয় তাদের ভেতরে ঢুকতে দিতে হবে নয়তো ১০ মিনিটের মধ্যে পুলিশ কমিশনারকে তাদের সামনে হাজির হতে হবে। যতক্ষণ না পুলিশ তাঁদের দাবি মানছে, অবস্থান চালিয়ে যাবেন তাঁরা।পুলিশ কমিশনারের কুশপুতুল পোড়ালেন আন্দোলনকারী চিকিৎসকেরা।