১২ কেজি বোমার মশলা, সহ অস্ত্রশস্ত্র উদ্ধার হল জলঙ্গি থানা এলাকায়।
পুলিশ জানিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে ডোমকল এর আব্দুল্লা মন্ডল এবং টিংকু শেখ নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে দুটি মাস্কেট ,একটি পাইপগান ,১০ রাউন্ড গুলি এবং ১২ কেজি বোমার মসলা উদ্ধার করা হয়েছে ।ধৃতদের আজ বহরমপুর আদালতে তোলা হচ্ছে। কী উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র সহ বোমার মশলা মজুদ করা হয়েছিল সে বিষয়ে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে।
