১৩০ কিলো প্রসূতির সন্তান প্রসব,রাণাঘাট মহকুমা হাসপাতালে বড় সাফল্য।

রাণাঘাট হসপিটালের চিকিৎসকদের সাফল্যে পৃথিবীর আলো দেখলো ১৩০ কিলো ওজনের প্রসূতি মায়ের সন্তান।জানা যায়, রানাঘাট হসপিটালে প্রসব যন্ত্রণা নিয়ে তাহেরপুরের বাসিন্দা মামনি দাস গত দিন সন্ধ্যায় ভর্তি হন। মধ্যরাতেই তার প্রসব যন্ত্রণা ওঠে।সিজার পদ্ধতিতে প্রসূতি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু চিকিৎসকদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। রানাঘাট মহাকুমা হসপিটালের মত স্থানে বলা যায় দুঃসাহসিক অপারেশন।মায়ের ওজন ১৩০ কিলো সাথে রয়েছে শরীরের নানান ব্যাধি, ডায়াবেটিস ,হাইপার টেনশন থাইরয়েড এমন অনেক সমস্যা। তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে অসাধ্য সাধন করলেন চিকিৎসকেরা। বর্তমানে পুত্রসন্তানটি হসপিটালের এস এন সি ইউ(SNCU)তে থাকলেও অবস্থা স্থিতিশীল।এমন চিকিৎসা ব্যবস্থা ও পরিষেবা পেয়ে খুশি প্রসূতি ও প্রসূতির পরিবার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − seven =