১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে বাড়লো বিধিনিষেধ, আর কি কি ক্ষেত্রে ছাড়?
১লা ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল থেকে ১৫ ই ফেব্রুয়ারি পর্যন্ত মেয়াদ বাড়লো বিধিনিষেধের।তবে এই বিধিনিষেধের ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে।৩রা ফেব্রুয়ারি থেকে খুলে যাচ্ছে স্কুল-কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে খুলছে স্কুল।তবে পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত চলবে ‘পাড়ায় শিক্ষালয়’। নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সামাজিক রাজনৈতিক- সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ।পাশাপাশি ৭৫ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হলেও ছাড়।সেসকল পর্যটন কেন্দ্র গুলো রয়েছে অর্থাৎ পার্ক ,দর্শনীয় স্থান সেগুলো খুলে যাচ্ছে ১লা ফেব্রুয়ারি থেকে।
পাশাপাশি সরকারি-বেসরকারি অফিস এতদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে চালু ছিল।সেক্ষেত্রেও বিধিনিষেধে কিছুটা ছাড় দেওয়া হল অর্থাৎ ৭৫ শতাংশ কর্মী নিয়ে কাজ চলতে পারে সরকারি এবং বেসরকারি অফিসে।রাত ১১টা থেকে ৫টা পর্যন্ত চলবে নাইট কার্ফু।পাশাপাশি সপ্তাহের ৭ দিন চলবে বোম্বে-দিল্লি বিমান এবং যে সমস্ত বিমান ইউকে(UK) থেকে বাংলায় আসবে থেকে যে সমস্ত বিমানে আগত যাত্রীদের RT-PCR টেস্ট বাধ্যতামূলক। তবে লোকাল ট্রেন রাত ১০টা পর্যন্ত চলবে।
অপরদিকে ১লা ফেব্রুয়ারি থেকে মেট্রোতে টোকেন সিস্টেমে যাত্রীরা যাওয়া-আসা করতে পারবেন।পাশাপাশি ১লা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘পাড়ায় সমাধান’ কর্মসূচি।